, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভাঙলেন লঙ্কান তারকা

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৪ ১০:০১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৪ ১০:০১:৫২ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভাঙলেন লঙ্কান তারকা
এবার সীমিত ওভারের ক্যারিয়ারকে দীর্ঘ করার লক্ষ্যে গত বছরের আগস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। মাত্র ৪ টেস্ট খেলার পরই অবসরে যান হাসারাঙ্গা। অবশেষে, বাংলাদেশের বিপক্ষেই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন লঙ্কান এই লেগ স্পিনার। 

এদিকে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ঘোষিত সেই দলে রয়েছেন হাসারাঙ্গা। এই লেগ স্পিনার ছাড়াও দিমুথ করুনারত্নে, ম্যাথুস, দীনেশ চান্ডিমালের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দলে রেখেছে শ্রীলঙ্কা। দলকে নেতৃত্ব দেবেন ধনাঞ্জয়া ডি সিলভা। 
 
আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন লাহিরু উদানা। ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজ খেলা হচ্ছে না পেসার আসিত্য ফার্নান্ডোর। টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন নিশান পেইরিস। উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২২ মার্চ, ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সিরিজের শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু হবে ৩০ মার্চ।
 
শ্রীলঙ্কা টেস্ট দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুস্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রভাত জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিতা, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান