গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন রিশাদ আহমেদ। দলের বিপদে ক্রিজে নামেন তিনি। খেলেন ১৮ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস। তার ব্যাট থেকে ৫টি চারের শট আসে। ছক্কা তোলেন চারটি। তাকে ওই ইনিংস খেলতে উদ্বুদ্ধ করেছেন ক্রিজে থাকা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
লঙ্কানদের বিপক্ষে এর আগে টি-২০ সিরিজে ঝড়ো এক ফিফটি করেছিলেন রিশাদ। তার ব্যাটিং সামর্থ্য নিয়ে সন্দেহ ছিল না মুশফিকের। অভিজ্ঞ ব্যাটার মুশফিক তাই রিশাদকে তার শক্তির জায়গার মধ্যে বল পেলে শট খেলার পরামর্শ দিয়েছিলেন। ৪৮ রানের সঙ্গে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া রিশাদ পুরস্কার নিতে এসে এমনটাই জানিয়েছেন।
ম্যাচ শেষে রিশাদ বলেন, ‘আমি খুব আনন্দিত, কারণ আমরা ম্যাচটা জিততে পেরেছি। শুরুতে একটু চাপ অনুভব হচ্ছিল, পরে বল ব্যাটে আসায় আমি আমার শটগুলো খেলেছি। বল আমার জোনে (নাগালে) পেলে মেরে খেলার জন্য বলেছিলেন মুশফিক ভাই।’