, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শ্রীলঙ্কার বিপক্ষে চমক রেখে টেস্ট দল ঘোষণা

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৪ ০৭:৩৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৪ ০৭:৩৭:৫২ অপরাহ্ন
শ্রীলঙ্কার বিপক্ষে চমক রেখে টেস্ট দল ঘোষণা
এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডেতে সিরিজ জিতে মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে সোমবার (১৮ মার্চ) সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারীদের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে টিম টাইগার্স। 

এদিকে ওয়ানডে শেষে হতেই দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। এছাড়া দলে ফিরেছেন আরেক পেসার মুশফিক হাসান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টটি আগামী শুক্রবার (২২ মার্চ) অনুষ্ঠিত হবে। প্রথমবারে মতো ডাক পাওয়া ২১ বছর বয়সী ফাস্ট বোলার রানার ২০২১ সালের নভেম্বরে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। এরপর থেকে রানা ১৫টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন। 
 
১ম টেস্টে বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।
 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান