, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর ১০ এপ্রিল?

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৪ ০২:৩২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৪ ০২:৩২:৩৯ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর ১০ এপ্রিল?
এবার মধ্যপ্রাচ্যে আগামী ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর পালন করা হতে পারে বলে জানিয়েছে ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থা’। বিষয়টি নিশ্চিত করেন, সংস্থাটির চেয়ারম্যান ইবরাহিম আল জারওয়ান। তিনি বলেন, আগামী ১০ এপ্রিল বুধবার ঈদ হতে পারে। যার অর্থ এবার মুসল্লিরা ৩০টি রোজা রাখবেন।

এদিকে কাকতালীয়ভাবে ঈদের চাঁদের জন্মের দিন আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ হবে। মধ্যরাতের আগে অর্ধচন্দ্রের উদয় হওয়ার অর্থ এর পরের দিন বেশিরভাগ ইসলামিক দেশে সূর্যাস্তের পর চাঁদ দেখা যাবে।

ঈদুল ফিতর গোটা মুলসলিম উম্মাহর কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। পুরো রমজান মাস আত্মশুদ্ধির পরই সবাই এ উৎসবে মেতে ওঠেন। এ দিন সকলে ঈদের বিশেষ নামাজের জন্য এক্ত্রিত হন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

এদিকে গত ১০ মার্চ রাতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের পশ্চিম গগনে দেখা যায় পবিত্র রমজান মাসের চাঁদ। এরপরের দিন থেকে শুরু হয় সিয়াম সাধনার মাস। পরের দিন ১১ মার্চ রাতে বাংলাদেশেও দেখা যায় রমজানের চাঁদ।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’