, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দুই বাসের রেষারেষিতে প্রাণ গেলো কুরআনের হাফেজার

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৩ ০৮:১৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৩ ০৮:১৬:৪৪ অপরাহ্ন
দুই বাসের রেষারেষিতে প্রাণ গেলো কুরআনের হাফেজার
আজ দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের দুই বাসের রেষারেষিতে শিলা আক্তার নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও তার মেয়েসহ আরও দুইজন। এ ঘটনায় সেলফি পরিবাহনের বাস দুটি জব্দ ও একটির চালককে আটক করেছে পুলিশ। 

আজ শনিবার ২৭ মে দুপুর ২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনের সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিলা আক্তার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শিকরামপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি কুরআনের হাফেজা। আহতরা হলেন- মোটরসাইকেল চালক নিহতের মামা হযরত আলী ও তার মেয়ে সুমাইয়া আক্তার। 

এদিকে শোভন হোসেন নামে প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেটের পাশে ফুটওভার ব্রিজের নিচে ঢাকাগামী লেনে সেলফি পরিবহনের বাস দাঁড়িয়ে যাত্রী তুলছিল। পেছনে থাকা আরেকটি সেলফি পরিবহনের বাস সামনেরটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এ সময় দুই বাসের চাপে পড়ে মোটরসাইকেল আরোহী হজরত আলীসহ তার ভাগ্নি শিলা ও মেয়ে সুমাইয়া মাটিতে পড়ে যান। এ সময় শিলা একটি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করে।
 
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। বাসচাপায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেলফি পরিবহনের দুটি বাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করেছে। আমরা বাস দুটি থানায় এনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান