, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমি তিন বিভাগেই দলকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি: সাকিব

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৪ ০৮:৪৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৪ ০৮:৪৯:৩৭ অপরাহ্ন
আমি তিন বিভাগেই দলকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি: সাকিব
তিন বিভাগেই দলকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন বলে মন্তব্য করেছেন তানজিম হাসান সাকিব। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ফেসবুক পেইজের এক ভিডিওতে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের এ পেসার।

সাকিবকে বলতে শোনা যায়, “মানুষ তো স্বপ্ন দেখে। আমি যখন আমার দলের হয়ে খেলি, আমি চেষ্টা করি আমার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন দিক দিয়েই যাতে দলকে সাপোর্ট দিতে পারি। দিন বিভাগেই যদি দলকে ভাল কিছু দিতে পারি তাহলে দল ভাল কিছু একটা পাবে এবং আমি এইটাই চেষ্টা করি”

গত (শুক্রবার) বল হাতে খুব একটা ভাল করতে পারেননি সাকিব। তবে ব্যাট হাতে করেছেন দায়িত্বশীল ব্যাটিং। ৩৩ বলে সাকিবের ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ ১৮ রান। এতেও সন্তুষ্ট হতে পারছেন না তরুণ এ ক্রিকেটার।

সাকিব বলেন, “আমি যখন ব্যাটিংয়ে নামছি আমার চেষ্টা ছিল হৃদয় ভাইকে সাপোর্ট দিব এবং শেষের দিকে চার্জ করব। আমি হৃদয় ভাইকে সাপোর্ট দিচ্ছিলাম কিন্তু যে শটটাতে আউট হইছি আমি আসলে সন্তুষ্ট না। আমার কাছে মনে হয়েছে, আমি যদি আরও দুই ওভার হৃদয় ভাইকে সাপোর্ট দিতাম আর লাস্ট দুই ওভারে চার্জ করতাম তাহলে হয়তো আরেকটু ভাল অবদান রাখতে পারতাম”

দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে সমতা এনেছে শ্রীলঙ্কা। তাই তৃতীয় ওয়ানডে পরিণত হয়েছে অলিখিত ফাইনালে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান