, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে মুসল্লিদের ওপর হামলা, আহত ১০

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৪ ০৮:০৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৪ ০৮:০৪:১৬ অপরাহ্ন
মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে মুসল্লিদের ওপর হামলা, আহত ১০
রংপুরের হারাগাছে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মুসল্লিদের ওপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শনিবার (১৬ মার্চ) দুপুরে হারাগাছের মেনাজেরপুল এলাকার ওয়াক্তিয়া মসজিদের সীমানা প্রাচীর দেয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মসজিদের সীমানা প্রাচীর দিতে যান কয়েকজন মুসল্লি। পরে হেলমেটধারী কয়েকজন এসে সীমানা প্রাচীর উপড়ে ফেলে। প্রথমে ইটপাটকেল ও পরে লাঠিসোটা নিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন কমপক্ষে ১০ জন।

মুসল্লিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় রফিকুল ইসলাম ও তার ছেলে ওয়াক্তিয়া মসজিদের জায়গা দখলের চেষ্টা করছিল। এরই জের ধরে হামলার ঘটনা ঘটে। এর আগেও মসজিদের ওজুখানা ভেঙ্গে দেয়া হয়েছিল বলে জানান স্থানীয়রা।

এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।