এবার আবহাওয়া দফতরের পূর্ব ঘোষিত বৃষ্টির শঙ্কা অবশেষে বাস্তবে রূপ নিল। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বাতাস শুরু হয়। এরপরই বৃষ্টি মাঝারি আকার ধারণ করে।
আজ বেলা ৩টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো ঢাকাতেই বৃষ্টি হচ্ছিল। হঠাৎ শুরু হওয়া এই বৃষ্টিতে বেশ বিপাকেই পড়েছেন নগরবাসী। বিশেষ করে ৩টায় অফিস ছুটি হয়েছে।
এসময় সবাই বের হবেন ঘরে ফেরার উদ্দেশ্যে। কিন্তু বৃষ্টির কারণে অধিকাংশ কর্মজীবী আটকে পড়েছেন। আর যারাও বা বের হয়েছেন তারাও ভিজে ভিজে গন্তেব্যে ফিরছেন।
এছাড়া সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকায় সকাল থেকেই তীব্র জ্যামের দেখা মিলেছে। এরমধ্যে বৃষ্টি জ্যামের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে।