, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আইপিএল শুরুর ১ সপ্তাহ আগে বড় দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৪ ০১:০৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৪ ০১:০৭:৩৬ অপরাহ্ন
আইপিএল শুরুর ১ সপ্তাহ আগে বড় দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের পর্দা উঠবে আগামী ২২ মার্চ। পরের দিনই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে টুর্নামেন্টটি শুরুর ঠিক এক সপ্তাহ আগেই বড় দুঃসংবাদ পেল বলিউড বাদশা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। ইনজুরিতে পড়েছেন দলটির অধিনায়ক শ্রেয়াস আইয়ার। 

এদিকে ইনজুরির সঙ্গে শ্রেয়াসের সখ্যতা বেশ, এই দু’টি বিষয়কে কোনও ভাবেই যেন আলাদা করা যায় না। চলমান ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম তিনটি খেলতে পারেননি ইনজুরির কারণে। কিন্তু শেষ পর্যন্ত আবারও নতুন করে ইনজুরিতেই পড়তে হলো শ্রেয়াসকে।  রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে গিয়ে শ্রেয়াস আবার চোট পেলেন, যার জেরে অনিশ্চিত হয়ে পড়লেন আইপিএল।

আসন্ন মৗেসুমে শ্রেয়াসকে পাওয়া যাবে কি না, তা নিয়ে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। মুম্বইয়ের দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করেছিলেন শ্রেয়াস। ইনিংস চলার মাঝেই দু’বার ফিজিয়োকে ডাকেন তিনি। শোনা যাচ্ছে, যেখানে অস্ত্রোপচার হয়েছিল গত বছর, সেই পুরনো চোটের জায়গাতেই আবার ব্যথা করছে তার। আইপিএল শুরুর আগে তাই এমন সংবাদ কলকাতার জন্য দুঃসংবাদই। 

এদিকে রঞ্জি ফাইনালের তৃতীয় দিন ফিল্ডিং করতে পারেননি শ্রেয়াস। তাকে স্ক্যানের জন্য হাসপাতালে নেয়া যাওয়া হয়েছিল। মুম্বই দলের একটি সূত্র বলেছেন, ‘শ্রেয়াসের চোট দেখে ভালো মনে হচ্ছে না। পিঠের একই জায়গায় ব্যথা করছে ওর। আগের থেকেও ব্যথা বেড়েছে। রঞ্জি ফাইনালের পঞ্চম দিনেও ওর ফিল্ডিং করতে নামার সম্ভাবনা কম। আইপিএলের শুরুর দিকে কয়েকটা ম্যাচে না-ও খেলতে পারে সে।’
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস