, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সৃজিতের সঙ্গে সংসার ভাঙার খবর নিয়ে মুখ খুললেন মিথিলা

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৩ ০৫:৫৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৩ ০৫:৫৫:৩৭ অপরাহ্ন
সৃজিতের সঙ্গে সংসার ভাঙার খবর নিয়ে মুখ খুললেন মিথিলা
তিন বছর আগে ভালোবেসে কাঁটাতার ভেদ করেছেন তারা। সীমান্ত পেরিয়ে একে-অপরের গলায় পরিয়েছেন মালা। বেঁধেছেন সংসার। কিন্তু গুঞ্জন উঠলো, সাড়ে তিন বছরের সেই সংসারে নাকি ভাঙনের সুর বাজছে! বলা হচ্ছে ঢাকার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির কথা। ২০১৯ সালের ৬ ডিসেম্বর তারা বিয়ে করেছিলেন।

এরপর থেকে সুখেই সংসার করে আসছেন। এমনকি সৃজিতকে বিয়ের পর মিথিলা টলিউডেও কাজ শুরু করেছেন। মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ, সিনেমা ইত্যাদি। কিন্তু কলকাতার প্রথম সারির গণমাধ্যম আনন্দবাজারে আজ শনিবার (২৭ মে) একটি গসিপ আর্টিকেল প্রকাশিত হয়েছে। যেখানে নাম-ছবি উল্লেখ না করে এক তারকা দম্পতির বিচ্ছেদের ইঙ্গিত দেওয়া হয়েছে।

কারণ হিসেবে বলা হয়েছে, স্বামী-নির্মাতা নতুন এক নারীতে মজেছেন। সে কারণেই নাকি ভাঙছে তাদের ঘর। মাস দুয়েকের মধ্যে নাকি কাগজ-কলমে তাদের ছাড়াছাড়ি হয়ে যাবে। ওই আর্টিকেলে যেসব বর্ণনা দেওয়া হয়েছে, তাতে সৃজিত-মিথিলার দিকেই ইঙ্গিত যায়। ফলে দেশের বিভিন্ন গণমাধ্যমেও তাদের ‘বিচ্ছেদ’ সম্ভাবনার খবর প্রকাশ করছে।

এ বিষয়টি নিয়ে মিথিলার সঙ্গে কথা বলেছে দেশের একটি গণমাধ্যম। তিনি অবশ্য খুব একটা গায়ে জড়ালেন না এই গুঞ্জনকে। উল্টো প্রশ্ন ছুঁড়ে দিলেন! বললেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’ মিথিলা জানালেন, এই মুহূর্তে শুটিংয়ে আছেন তিনি। তাই আর কথা বাড়ানো গেলো না।

এর আগে গেলো বছরের নভেম্বরে সৃজিত-মিথিলার বিচ্ছেদের গুঞ্জন গজিয়েছিলো। তখনও তারা গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছিলেন। মিথিলা জানিয়েছিলেন, কাজের সূত্রে তারা দুজনই ভিন্ন জায়গায় অবস্থান করেন। এ কারণে তাদেরকে একসঙ্গে দেখা যায় না।
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী