, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফাতিমাকে বিয়ে করছেন আমির খান!

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৩ ০৪:৫৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৩ ০৪:৫৪:৫০ অপরাহ্ন
ফাতিমাকে বিয়ে করছেন আমির খান!
এবার কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর জল্পনা শুরু হয়েছিলো দঙ্গল ছবির নায়িকা ফাতিমা সানা শেখের প্রেমে মজেছেন আমির খান। কিন্তু এ নিয়ে মুখ খুলেননি দুই জনের কেউই। কথা না বলার সিদ্ধান্তে অটল। যদিও আমির খান কখনোই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলা পছন্দ করতেন না। তাই বলে কি মিডিয়া বসে থাকে, থাকে না। আমির-ফাতিমা সম্পর্ক নিয়ে চলে লেখালেখিও। 

এতোদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও এবার এক ভিডিওতে তা যেন আরও হাওয়া পেলো। যদিও দুজন এখনও কোনো মন্তব্য করেনি। তাতে কি, কিন্তু মানুষের কৌতুহল তো আর থেমে থাকে না। জোর গুঞ্জন উঠেছে, এই ভিডিও দুজনের অচিরেই বিয়ে করার ইঙ্গিত। 

সম্প্রতি আমির ও ফাতিমার পিকলবল খেলার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এক পাপারাজ্জির শেয়ার করা ভিডিওটিতে, আমির খানকে লাল টি-শার্টের সঙ্গে কালো ট্র্যাক প্যান্ট এবং ফাতিমাকে ক্যাজুয়াল ছাই রঙা শার্ট এবং কালো হাফপ্যান্ট পরা অবস্থায় দেখা গিয়েছে। 

নেটিজেনরা ভিডিওটি দেখে মন্তব্য করেছেন ‘লাভ বার্ডস’। আমির খানের পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ফাতিমা। আমিরের মেয়ের সঙ্গেও ফাতিমার সম্পর্ক দারুণ। নীতেশ তিওয়ারির স্পোর্টস ড্রামা দঙ্গল-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ফাতিমা। বলিউডের ফিল্ম সমালোচক কমল আর খানও এক টুইটে জানিয়েছেন, আমির-ফাতিমার বিয়ে করতে চলেছেন খুব শিগগিরই।

কমল লেখেন, ফাতিমাকে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ সিনেমার শুটিংয়ের সময় থেকে ফাতিমাকে ডেট করছেন আমির। এবার বিয়ে। গত ২০১৬ সালে দঙ্গল মুক্তির পর থেকেই অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্কের কথা চাওড় হয়। এরপরে বলিউডের নানা পার্টিতে দুজনকে একত্রে দেখা গেছে। আমিরের হাতে হাত দিয়ে মুম্বাইয়ের বহু জায়গাতেই ঘুরে বেড়াতে দেখা গেছে ফাতিমাকে।
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী