অবশেষে ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। আজ মঙ্গলবার ১২ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।
এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে কেউ নিজেদের অর্থায়নে ইফতার পার্টির আয়োজন করতে পারবে। প্রতি বছর রমজানের সময়ে ইফতারের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন বিভাগ ও দপ্তরে আর্থিক সহযোগিতা করা হতো।
এ বছর সরকারিভাবে বড় ইফতার পার্টির আয়োজন না করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয়ের খরচ কমাতে এবার এই খাতে আর্থিক সহযোগিতা বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে, রবিবার (১০ মার্চ) বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে রমজান মাসে ক্যাম্পাসের ভেতরে ইফতার পার্টির আয়োজন না করার অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর প্রধানদের কাছে পাঠানো হয়। শাবির এই ঘোষণার পর শুরু হয় আলোচনা-সমালোচনা।