, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই সৌম্যর কাছে শতভাগ চান শান্ত

  • আপলোড সময় : ১২-০৩-২০২৪ ০৩:০০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৪ ০৩:০০:৪০ অপরাহ্ন
ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই সৌম্যর কাছে শতভাগ চান শান্ত
এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই সৌম্য সরকারের কাছে শতভাগ চান নাজমুল হোসেন শান্ত। টাইগারদের সবশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে সৌম্য নিজেকে মেলে ধরায় তার কাছে দলের প্রত্যাশা বেড়েছে বোঝা যায় অধিনায়কের কথায়।

এদিকে সৌম্যকে লঙ্কানদের বিপক্ষে কিভাবে ব্যবহার করতে চান এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, “ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, সব কিছুতেই ওর (সৌম্য) কাছে শতভাগ চাই”। সৌম্য ফর্মে থাকলে কি করতে পারে তা সবারই জানা। তবে ধারাবাহিকতা ধরে না রাখতে পারায় লম্বা সময় জাতীয় দলে যাওয়া আসার মধ্যে রয়েছেন। এসব নিয়েও এদিন কথা বলেছেন শান্ত।

এ সময় সৌম্যর বিষয়ে তিনি বলেন, “লাস্ট সিরিজ তো (ওয়ানডে) অনেকদিন পর কামব্যাক করল। তিনটা ম্যাচই তো খেলছে, একটা বড় ইনিংস খেলল মাশাআল্লাহ। সৌম্যর একার বলব না, প্রত্যেকটা ব্যাটারেরই ধারাবাহিকতা ধরে রাখার প্রয়োজন আছে। সৌম্য ও প্রত্যেকটা ব্যাটসম্যান এটা নিয়ে কাজ করছে। লাস্ট সিরিজ যদি চিন্তা করা যায়, ওরকম কন্ডিশনে বড় ইনিংস খেলা আমাদের টিমের জন্য বড় একটা ব্যাপার। ও যদি ওর জায়গায় ব্যাটিং করার সুযোগ পায় তাহলে ভাল করবে ইনশাআল্লাহ”

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (বুধবার) মাঠে নামবে বাংলাদেশ।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান