, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


সৌদি আরবের দুই দিন পর যে দেশে রমজান শুরু হচ্ছে

  • আপলোড সময় : ১২-০৩-২০২৪ ০৯:৫৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৪ ০৯:৫৬:১৫ পূর্বাহ্ন
সৌদি আরবের দুই দিন পর যে দেশে রমজান শুরু হচ্ছে
সৌদি আরবের দুই দিন পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ নিউজিল্যান্ডে রমজান মাস শুরু হতে যাচ্ছে।  ১২ মার্চ দেশটির হিলাল কমিটি অব দ্য ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ডের (ফিয়ানজ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিয়াসাত ও এমটিআই।

প্রতিবেদন থেকে জানা গেছে, ফিয়ানজ চাঁদ দেখতে না পাওয়ায় দেশটিতে ১৩ মার্চ থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে। গত ১০ মার্চ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আর দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে ১১ মার্চ পবিত্র এ মাসের চাঁদ দেখা যায়।

কিন্তু সোমবারও (১১ মার্চ) দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ নিউজিল্যান্ডে পবিত্র রমজানের মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদির দুইদিন পর বুধবার (১৩ মার্চ) থেকে দেশটিতে রমজান মাস শুরু হতে যাচ্ছে।

সৌদিতে যখন তৃতীয় রোজা চলবে তখন নিউজিল্যান্ডের মানুষ প্রথম রোজা রাখবেন। প্রসঙ্গত, ২০১৮ সালের আদম শুমারির তথ্য অনুযায়ী নিউজিল্যান্ডে ৬০ হাজারের বেশি মুসলিম বসবাস করেন।
সর্বশেষ সংবাদ
সবার সহযোগিতায় সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব: প্রধান উপদেষ্টা

সবার সহযোগিতায় সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব: প্রধান উপদেষ্টা