এবার ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে দেশ ছাড়ার আগে গণমাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকার দেন সাকিব আল হাসান। সেই সাক্ষাৎকারে তামিমকে উদ্দেশ্য করে মন্তব্য করেছিলেন তিনি। সে সময় ব্যাটিং পজিশন নিয়ে তামিমের সিদ্ধান্তকে ‘বাচ্চাদের’ মত আচরণ বলে অভিহিত করে সাকিব বলেছিলেন, ‘ব্যাপারটা এমন যে আমার ব্যাট আমিই খেলব’। দেরিতে হলেও সাকিবের সেই মন্তব্যের প্রেক্ষিতে জবাব দিয়েছেন তামিম।
আজ সোমবার (১১ মার্চ) প্রকাশিত এক সাক্ষাৎকারে ‘আমার ব্যাট আমিই খেলব’, ‘শিশুসূলভ আচরণ’ এমন কথা পীড়া দেয় কিনা জানতে চাওয়া হয় তামিমের কাছে। জবাবে দেশের অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘প্রত্যেক ব্যক্তির নিজস্ব ব্যক্তিত্ব আছে। প্রতিটি ব্যক্তির নিজস্ব চিন্তাধারা আছে। আমি এমন ব্যক্তি নয় যে গণমাধ্যমে এসে নিজের সহকর্মী সম্পর্কে মন্তব্য করবেন।’
এদিকে হাথুরুসিংহে দায়িত্বে থাকলে দলে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার দলে ফেরাটা কঠিন হবে (হাথুরুসিংহে দায়িত্বে থাকলে)। যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেতো তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
আফগানিস্তান সিরিজে হুট করে কেন অবসর নিয়েছিলেন তামিম- এমন প্রশ্নের জবাবে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘সবার একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমার অবসর নেয়া কিংবা অধিনায়কত্ব ছাড়া আবেগী এবং হুট করে নেয়া সিদ্ধান্ত। আমার অধিনায়কত্ব ছাড়া মোটেও হুট করে নেয়া সিদ্ধান্ত না। যদি জাতীয় দলে ফিরি তাহলে আশা করি আবারও ওপেনিংয়েই নামবো।’