, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


‘ইনশাআল্লাহ’ লিখে রোনালদোর পোস্ট, টুইটারে ঝড়

  • আপলোড সময় : ১১-০৩-২০২৪ ০১:৩০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৪ ০১:৩০:৫৪ অপরাহ্ন
‘ইনশাআল্লাহ’ লিখে রোনালদোর পোস্ট, টুইটারে ঝড়
তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক। সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসেরে তিনি যোগ দিয়েছেন। উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সে সময় জানা গেছে, ১৮০০ কোটি টাকার বিনিময়ে ২০২৫ সাল পর্যন্ত রোনালদোকে চুক্তিবদ্ধ করেছে মধ্য-প্রাচ্যের এই ক্লাবটি। তথ্যসূত্র বলছে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার তিনি।

সম্প্রতি রোনালদো সম্পর্কিত একটি দাবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। যেখানে বলা হচ্ছে ক্রিস্তিয়ানোকে নাকি একটি প্রশ্ন করা হয়েছিল। তার জবাবে রোনালদো বলেন, ইসলাম ধর্মকেই নাকি সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে তাবে কি সৌদি আরবের ফুটবল ক্লাবে যোগ দেওয়ার পরই সিআর সেভেন ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছেন? সেই জবাব এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে রোনালদোর সঙ্গে এক নারীর ছবি ইতিমধ্যেই যথেষ্ট ভাইরাল হতে শুরু করে।
 
ইউসুফ খান নামে একজন ফেসবুক ইউজার ওই ছবি পোস্ট করে লিখেছেন, ‘সৌদি আরবের একজন নারী ক্রিস্তিয়ানো রোনালদোকে একটি প্রশ্ন করেছিলেন। রোনালদো আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন। জবাবে ক্রিস্তিয়ানো জানান, আমি ইসলাম ধর্মকে সবচেয়ে বেশি ভালোবাসি। এরপর হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, আলহামদুলিল্লা।

এদিকে গতকাল রোববার সামাজিক মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন বিশ্বসেরা এই ফুটবলার। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘রেডি টু টার্ন দিস অ্যারাউন্ড। ইনশাআল্লাহ।’ এরপরেই সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয় পোস্টটি। ওই পোস্টেরে রিপ্লাইও দিয়েছিলেন অনেকে। 
সর্বশেষ সংবাদ