, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেহেরপুরে ডাক বিভাগের নবনির্মিত ভবনের উদ্বোধন ও নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ

  • আপলোড সময় : ১১-০৩-২০২৪ ০১:২২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৪ ০১:২২:০৩ অপরাহ্ন
মেহেরপুরে ডাক বিভাগের নবনির্মিত ভবনের উদ্বোধন ও নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ
মেহেরপুর প্রতিনিধি সেলিম রেজা: ডাকঘর অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় মেহেরপুর ডাক বিভাগের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নাম ফলক উন্মোচন করে মেহেরপুর ডাক বিভাগের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। 

এই দিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে এ ল্যাপটপ বিতরণী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। 

অনুষ্ঠানর স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হক বিপিএম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। দক্ষিণাঞ্চল খুলনার পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ শামসুল আলম, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মোঃ আমিনুর রহমান, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মিরাজুল হক, প্রকৌশলী মোঃ শামীমুর রাজি, পোস্টমাস্টার জহুরুল হক প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা