গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির মহা পরিচালকের পক্ষ থেকে আসসার বাহিনির অসচ্ছল পরিবারকে পাকা ঘর দেওয়া হয়েছে এবং প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠিানিক ভাবে টুঙ্গিপাড়ার তৃপ্তি বিশ্বাসকে ঘরের চাবি বুঝিয়ে দেন ঢাকা রেঞ্জের উপ মহা-পরিচালক একেএম জিয়াউল আলম।
আজ বরিবার ( ১০ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের দলনেত্রী তৃপ্তি বিশ্বাসকে তার বাড়িতে ঘরের চাবি বুঝিয়ে দেয়।
প্রধান অতিথি বক্তব্যে উপ মহা-পরিচালক একেএম জিয়াউল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতুশ্রæতি ছিল যে দুস্থ্য ও অসহায় যারা থাকবেন তারা কেউ গৃহহীন থাকবে না। তারই একটি অংশ হিসাবে আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির পক্ষ থেকে সারা বাংলাদেশে আমাদের যে আনসার বাহিনির সদস্য আছে তাদের মধ্যে যারা গৃহহীন বা ঘরবাড়ি নেই সেই সকল লোকদের আমরা বাছাই করে আমরা তাদের কে ঘর দেওয়ার ব্যবস্থ্যা করছি। তারই একটি অংশ হিসাবে আমরা এই জেলাতে গত বছর আমরা ৫টি ঘর দিয়েছি। এবছরও আমরা এই জেলায় ৬টি ঘর নির্মান করে দিয়েছি। সারা বাংলাদেশে আমাদের এটা চলমান আছে এবং এটা অব্যাহত থাকবে।
এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির গোপালগঞ্জ জেলা কমান্ডার মো: ফজলে রাব্বি, টুঙ্গিপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: গোলাম হারুন’সহ জেলা ও উপজেলার আনসার কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।