, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

  • আপলোড সময় : ১০-০৩-২০২৪ ০৮:৪২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৪ ০৮:৪২:০৪ অপরাহ্ন
সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
এবার পর্যটক কমে যাওয়ার শঙ্কায় সেন্টমার্টিনগামী দুটি জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্ট কোম্পানি। সোমবার (১১ মার্চ) থেকে কক্সবাজারের উখিয়ার ইনানি নৌবাহিনীর জেটিঘাট থেকে ছেড়ে যাওয়া জাহাজ দুটির চলাচল বন্ধ ঘোষণা হয়।

এদিকে এমভি বারো আউলিয়া জাহাজের পরিচালক মাহাবুব হোসেন জানান, মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি গ্রামগুলোতে চলমান সংঘাতের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল।

এরপরও পর্যটকদের জন্য উখিয়ার ইনানি নৌবাহিনীর জেটিঘাট থেকে কর্ণফুলী ও এমভি বারো আউলিয়া নামের দুটি পর্যটকবাহী জাহাজ চলাচল করে আসছিল। তবে রমজানে পর্যটকের সংখ্যা কমে যাবে। তাই সোমবার থেকে পর্যটকবাহী এ জাহাজ দুটি ইনানি আর ছেড়ে যাবে না।

তিনি বলেন, সবশেষে জাহাজ দুটি সেন্টমার্টিনে গেছে। দ্বীপে থেকে যাওয়া পর্যটকদের নিয়ে জাহাজ দুটি ইনানি নৌবাহিনীর জেটিঘাটে ফিরে আসলে সোমবার হতে তা আর চলাচল করবে না।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে জাহাজ চলাচল বন্ধের কোনো নির্দেশনা নেই। হয়তো ব্যবসায়ীক পলিসির কারণে ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা