, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রোজা শুরুর তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া

  • আপলোড সময় : ১০-০৩-২০২৪ ০৬:৫০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৪ ০৬:৫০:৪০ অপরাহ্ন
রোজা শুরুর তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া
পবিত্র মাহে রমজানের শুরুর তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিন হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটি। খবর গালফ নিউজ।

এর আগে, রমজানের তারিখ ঘোষণা করেছে ওয়েশিনিয়ার দেশ অস্ট্রেলিয়া। আগামীকাল সোমবার (১১ মার্চ) শা'বানের শেষ দিন। ফলে মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিন হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেশটি।

এদিকে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি, ফেডারেল কাউন্সিল অফ ইমামস, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এবং ফতোয়া ও শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের এ তথ্য নিশ্চিত করে।

এরপর রমজানের তারিখ ঘোষণা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতেও মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে বলে ঘোষণা করা হয়।
 
এদিকে, আরব বিশ্বে চাঁদ দেখা কমিটিগুলো রোববার (১০ মার্চ) মাগরেবের নামাজের পরে রমজানের দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।
 
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’