, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


হাতীবান্ধায় দুই ইউনিয়নে কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপলোড সময় : ১০-০৩-২০২৪ ০৬:০৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৪ ০৬:০৩:২০ অপরাহ্ন
হাতীবান্ধায় দুই ইউনিয়নে কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
 
আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আদর্শ যুব কর্ম সংস্থা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়, সমন্বিত গ্রামীন উন্নয়ন কর্মসূচি (আইআরডিপি)’র উপজেলা ও ইউনিয়ন হেলথ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ও পাটিকাপাড়া ইউনিয়নে পৃথক পৃথকভাবে কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,(আইআরডিপি) প্রকল্প পরিচালকের পক্ষে পরিদর্শক শফিকুল ইসলাম,চিফ কো-অর্ডিনেটর সাজেদুর রহমান, ডাউয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সভাপতি লাভলী বেগম,ইউপি সদস্য মাহাবুবার রহমান,জমি দতা রাশিদুল ইসলাম ও পাটিকাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন,জমিদাতা খলিলুর রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ। 

প্রতিটি ইউনিয়নে ৪ কক্ষ বিশিষ্ঠ উক্ত হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজে ব্যায় প্রায় এক কোটি টাকা। নির্মাণ কাজ করছেন এসপিডি বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান৷ এসময় আইআরডিপি'র প্রকল্প পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, কমিউনিটি হেলথ কমপ্লেক্সে চালু হলে এই প্রত্যান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নেওয়া সহজ হবে। প্রতিটি মানুষ হাতের নাগালে পাবে স্বাস্থ্যসেবা।
 
 
সর্বশেষ সংবাদ
তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী