এবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাইটা পাথরঘাট নামক মাঠে আগুনে পুড়ছে প্রায় শতাধিক পানবরজ। বিস্তৃর্ণ এলাকাজুড়ে আগুনের লেলিহান শিখায় জ্বলছে একরের পর একর পানবরজ, ফসলি জমি ও বসতবাড়ি। পান চাষিদের আর্তনাদ। চোখের সামনে লাখ লাখ টাকার পানবরজ আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
এদিকে খবর পেয়ে প্রথমে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। আগুনের তীব্রতা এতোই বেশি যে এক কিলোমিটার দূরে ও বাতাসে ছাই উড়ে আসছে।
এমন খবরের ভিত্তিতে বর্তমান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ এলাকাবাসীর এখন পর্যন্ত নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। তবে, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভাব হয়নি।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, পানবরজে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই বাতাসে এই আগুনে আশেপাশের অন্যান্য পান বরজে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে- ১০০ বিঘা জমির প্রায় ৫০ হাজার পিলি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে এসেছি। পানের বরজে কেউ শত্রুতা করে আগুন ধরিয়ে দিতে পারে। বিশাল এলাকাজুড়ে পান বরজে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়।
এদিকে পান বরজের এক মালিক কামাল হোসেন বলেন, আমার সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই। কে বা কারা আমার পানের বরজে আগুন দিয়েছে আমি জানি না। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি।