, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


৫ টাকার লেবু কীভাবে ১৫ টাকা হয়, বোধগম্য নয়: বাণিজ্য প্রতিমন্ত্রী 

  • আপলোড সময় : ১০-০৩-২০২৪ ০৫:২০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৪ ০৫:২০:২৫ অপরাহ্ন
৫ টাকার লেবু কীভাবে ১৫ টাকা হয়, বোধগম্য নয়: বাণিজ্য প্রতিমন্ত্রী 
এবার বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘উৎপাদনস্থলের ৫ টাকার লেবু কীভাবে ঢাকায় ১৫ টাকা হয়, তা বোধগম্য নয়। নানা হাত বদলে নিত্যপণ্যের দাম বেড়েছে। এসব নিয়ে মন্ত্রণালয় কাজ শুরু করেছে। তবে রাতারাতি নয়, কয়েক মাসের মধ্যেই বাজার নিয়ন্ত্রণে আসবে।’ 

আজ রোববার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শন শেষে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ রোববার রাত থেকে কারওয়ান বাজারসহ রাজধানীর বেশিরভাগ বাজারে তদারকির জন্য বিশেষ টিম নামবে বলে এ সময় জানিয়েছেন তিনি। 

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘তদারকির জন্য নিয়মিত টিমের পাশাপাশি আজ থেকে আলাদা টিম কাজ করবে বাজারে। বাজারে কিছুটা দাম বাড়লেও কোনো পণ্যের সংকট নেই। পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির জন্য সরকার কাজ করছে।’ আগামী দুই এক দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আসবে বলে বলেও আশ্বাস দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। রমজান উপলক্ষে বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টিম থাকবে বলেও জানান তিনি।

এদিকে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটি পূর্ণাঙ্গ তালিকা করে ভবিষ্যতে নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রোববার সচিবালয়ে কৃষিপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোডিনটর্গ’ এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান।

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সর্বশেষ সংবাদ