আজ যদি সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল সোমবার থেকেই দেশটিতে রমজান শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে আগামী মঙ্গলবার শুরু হবে প্রথম রোজা। আজ রোববার (১০ মার্চ) দেশটির চাঁদ দেখা কমিটি বিষয়টি নিশ্চিত করবে।
এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে মুসল্লিদের আহ্বান জানিয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, মুসল্লিরা খালি চোখ এবং দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করবেন। যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে নিকটস্থ কোর্টের কাছে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সৌদির উম্ম আল কুরা ক্যালেন্ডার অনুসারে, দেশটিতে রোববার শেষ হচ্ছে শাবান মাসের ২৯ তারিখ। তাই সৌদির বাসিন্দাদের স্থানীয় কর্তৃপক্ষ অনুরোধ করেছে যে, কেউ খালি চোখে বা দূরবীনের সাহায্যে যদি চাঁদ দেখতে পান তবে সঙ্গে সঙ্গে তাদের কাছে সে খবর পৌঁছে দিতে।
এদিকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই মসজিদে ইফতারি খাওয়া নিষিদ্ধ করে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয় একটি নোটিশ জারি করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব এ খবর জানায়।
এতে বলা হয়, ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমাম ও মুয়াজ্জিনদের ইফতারির জন্য মসজিদের উন্মুক্ত স্থানে একটি যথাযথ জায়গা খুঁজে বের করতে হবে।
তবে অস্থায়ী কোনো রুম বা তাঁবু স্থাপন করা যাবে না। সেই সঙ্গে ইফতারি ক্রয়ের জন্য ইমাম ও মুয়াজ্জিনরা যেন কোনো অর্থ সংগ্রহ করতে পারবে না। মসজিদের ভেতর কোনো ধরনের ক্যামেরা ব্যবহার বা ছবি না তোলা যাবে না। সেইসঙ্গে মসজিদের ভেতর ক্যামেরা স্থাপন করে তা সরাসরি সম্প্রচার না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।