, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেসির সঙ্গে দেখা করতে আর্জেন্টিনায় যাবেন পরীমণি

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৩ ০১:৩৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৩ ০১:৩৮:৪৭ অপরাহ্ন
মেসির সঙ্গে দেখা করতে আর্জেন্টিনায় যাবেন পরীমণি
বাংলাদেশ থেকে আর্জেন্টিনার হাজার হাজার মাইলের দূরত্ব তাও। আলোচিত নায়িকা পরীমণি সেই দূরত্ব ঘুঁচিয়ে যেতে চান সেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনায় বিশ্বসেরা লিওনেল মেসির সঙ্গে দেখা করতে। আলবিসেলেস্তেদের বিশ্বজয়ের পর হয়েছিলেন বাকরুদ্ধ। লিওনেল মেসি বিশ্বফুটবলের সেরা তারকা। তাকে একনজর দেখতে মুখিয়ে কোটি কোটি ফুটবল ভক্ত। হোক আর্জেন্টিনার সাপোর্টার কিংবা তার হেটার। তাকে একবার ছুঁয়ে দেখতে চান সকলেই।

সেই ফুটবলারকে যদি আপনি কাছে পান কিংবা কষ্ট ছাড়াই দেখেন আপনার সুযোগ আছে তার সঙ্গে দেখার তাহলে কী করবেন? অবশ্যই সেই সুযোগে তাকে দেখতে কিংবা তার সঙ্গে ছবি তুলতে চলে যাবেন। কিন্তু এখানে ব্যতিক্রম বাংলাদেশের চিত্রনায়িকা পরীমণি। 
 সম্প্রতি এক সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল মেসি যদি বাংলাদেশের আসলে তাহলে তিনি দেখা করতে যাবেন কিনা? প্রতি উত্তরে পরীমণি বলেন, না আমি মেসির দেশে যাব।

সাক্ষাৎকারে বেশকিছু প্রশ্নের উত্তরও দেন এ চিত্রনায়িকা। নিজের পছন্দ অপছন্দ অনেক প্রশ্নের উত্তর দেন তিনি। কথা বলেন নিজের ছেলের ভবিষ্যত নিয়েও। সাক্ষাতকারের এক পর্যায়ে পরীমণি ফুটবল ও ক্রিকেটের মধ্যে কোনটিকে বেছে নেবেন জানতে চাইলে পরী ফুটবলকেই নিজের পছন্দ হিসেবে বেছে নেন এবং দল হিসেবে আর্জেন্টিনাকে পছন্দের কথা জানান। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মুহূর্তটি কেমন লেগেছে? জানাতে গিয়ে তিনি বলেন, আমি জিতে গেছি, ব্যাপারটা ওরকম ছিল।

আগামী মাসে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসবে আপনি যাবেন দেখা করতে? এমন প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, না আমি যাবো না। এর কারণ হিসেবে তিনি বলেন, কাছ থেকে দেখলে হয়ত আমি বুঝাতে পারব না। আমি এমন ফ্যান যে এদের নিয়ে ভাবতে চাই। মেসি আসলে যাবেন কিনা? এ নায়িকা বলেন, না আমি মেসির দেশে যাব। আমাদের বাসায় এমন একটা বাজি হয়েছিল যে, যদি আর্জেন্টিনা জিতে যায় (কারণ তখন জয়ের কোনো সম্ভাবনা ছিল না)। আমাকে বাসা থেকে খোঁচানোর জন্য একটু ডাউন করার জন্য বলা হচ্ছিল। খোঁচা মেরে অনেক কথা বলা হতো আমি শুনতাম। তখন বাজি ধরা হয়েছিল যে, আর্জেন্টিনা জিতলে আমরা দুজনে আর্জেন্টিনায় ঘুরতে যাব। 
 
নিজের সন্তানকে ক্রিকেটার না সিনেমাজগতে দেবেন? পরীমণি বলেন, আমার কথা হচ্ছে একজন ভালো মানুষ হিসেবে পুরো পরিবারের সাপোর্ট থাকা উচিত। আর বলা উচিত যে, তুমি একজন ভালো মানুষ হও। ভালো মানুষের গুণাবলী যেমন তুমি উদার হও, সত্যকথা বল। এই ধরণের জিনিসগুলো আমরা যেন শেখাতে পারি। এটুকুই আসলে ফোকাস রাখা উচিত। ওর পড়াশুনার দিকটা, ও ঠিকঠাক কারো সঙ্গে মিশলো কিনা, তার সার্কেলটা ঠিক আছে কিনা। ও কি হবে সে দায়িত্ব আপনার নেয়ার দরকার নেই। এই দায়িত্বটা সেই নিয়ে নেবে সে কি হতে চায়। একটু বড় হলেই মনে হয় পুরো পরিবারের লোকজন খেয়াল করতে পারবে, যদি খেয়ালটা করতে চায়। যে ওর আসলে কোনটার দিকে বেশি ঝোঁক। বাচ্চারা কিন্তু বুঝিয়ে দেয় যে আমাদের এটা করতে ভালো লাগে। 

সবশেষে খেলাধুলা নিয়ে সিনেমা করার ইচ্ছা আছে কিনা অথবা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে এ চিত্রনায়িকা বলেন, মেয়েরাও তো ক্রিকেট খেলে, আমাকে নিয়ে যদি ওরকমভাবে কেউ ভাবে তাহলে আমার মনে হয় হতেই পারে। যারা ক্রিকেট খেলা দেখে বা না দেখে কিংবা পছন্দ করে বা না করে এদেরকে কিন্তু সকলেই ভালোবাসে।
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী