, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

  • আপলোড সময় : ১০-০৩-২০২৪ ০১:৩৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৪ ০১:৩৭:৩০ অপরাহ্ন
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
এবার চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার ৯ মার্চ রাত সাড়ে ১১টার দিকে পটিয়া পৌরসদরের কাগজিপাড়া মডেল মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে আহতরা হলেন নাজিম উদ্দিন (৪০) আশরাফ (৩৭), সাকিব (১৮), মানিক (২৭), রিয়াদ (২৪), মুন্নি আক্তার (৪০), আবু বক্কর ছিদ্দিক (২৮), ইলিয়াছ (৬০), রুপক (৩৭), ঘোপাল সদ্দার (৬০), শম্ভুসহ (৪৬) অজ্ঞাত আরও ২০ জন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. নওশাদ বলেন, আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে স্থানীয়রা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে চারজনের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
এদিকে পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সোহেল গণমাধ্যমকে বলেন, ঘটনার খবর পেয়েই আমরা ছুটে আসি। অনেকে আহত হয়েছেন। যতটুকু জানতে পেরেছি এলাইন পরিবহন বাসটির চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল। ড্রাইভার ঘটনার পর থেকে পলাতক। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা