, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পদ্মা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে একজনের মৃত্যু, ৩ ম্যাজিস্ট্রেটসহ আহত ১১

  • আপলোড সময় : ১০-০৩-২০২৪ ১০:০৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৪ ১০:০৯:৩৫ পূর্বাহ্ন
পদ্মা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে একজনের মৃত্যু, ৩ ম্যাজিস্ট্রেটসহ আহত ১১
এবার নির্বাচনী দায়িত্ব পালন শেষে নদী পথে ফেরার পথে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ৩ ম্যাজিস্ট্রেটসহ ১১ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোক্তার গাজী। তিনি সখিপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের বাচ্চু গাজীর ছেলে।

এদিন রাত সোয়া ১১টায় শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন ছিল আজ। নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে। 

এদিকে দুর্ঘটনায় আহতরা হলেন- জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার, মো.আব্দুল্লাহ আল মামুন এবং ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম। এর মধ্যে বাসিত সাত্তারের অবস্থা গুরুতর।

জানা গেছে, ম্যাজিস্ট্রেটসহ আহত অন্যদের শরীয়তপুর সদর হাসপাতালসহ উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত একজন ম্যাজিস্ট্রেটকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা