, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের মালিক অ্যান্ডারসন

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৪ ১১:০৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৪ ১১:০৮:৫০ পূর্বাহ্ন
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের মালিক অ্যান্ডারসন
এবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেস বোলার হিসেবে ৭০০ উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন। শুভমান গিলকে বোল্ড করে ৬৯৯তম উইকেট পেয়েছিলেন, তাঁর ৭০০তম শিকার কুলদীপ যাদব।

২০০৩ সালের লর্ডসের মাঠে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। সেই ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন লম্বা রেসের ঘোড়া তিনি। কিন্তু সেই রেস যে এতটা লম্বা হবে তা কেউ ভাবেনি।

এদিকে ১৮৭তম টেস্ট খেলছেন অ্যান্ডারসন। কেরিয়ারে প্রায় ৪০ হাজারের কাছে ডেলিভারি করেছেন, পাঁচ উইকেট পেয়েছেন ৩২ বার। আগুনে গতি নয়, সুইংয়ের শিল্পী তিনি, ইংলিশ কন্ডিশনে তাঁকে খেলা যে কোনও ব্যাটারের কাছে শক্ত চ্যালেঞ্জ।

কিন্তু তাঁকে কিংবদন্তির সোপানে তুলেছে উপমহাদেশের পিচের পারফরম্যান্স। নিষ্প্রাণ উইকেটেও দু’দিকে সুইং, রিভার্স সুইং আদায় করতে সিদ্ধহস্ত, সেই সঙ্গে রয়েছে লাইন-লেন্থের আশ্চর্য নিয়ন্ত্রণ।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস