, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সৌম্যর নটআউট নিয়ে আইসিসির কাছে অভিযোগ করেছে শ্রীলঙ্কা 

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৪ ০৮:৪৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৪ ০৮:৪৯:৪১ পূর্বাহ্ন
সৌম্যর নটআউট নিয়ে আইসিসির কাছে অভিযোগ করেছে শ্রীলঙ্কা 
এবার সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ছাপিয়ে আলোচনায় ছিল সৌম্য সরকারের বিতর্কিত নটআউট সিদ্ধান্ত। দুই দিন বিরতির সিরিজের শেষ টি-টোয়েন্টি মাঠে নামবে দুই দল। তবু শেষ হচ্ছে না নট আউট বিতর্ক। কারণ, আইসিসির কাছে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি।

গতকাল শুক্রবার (৮ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আইসিসিকে অভিযোগ করার তথ্য নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্ডাম্বি। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা এগিয়েছি। সেই ম্যাচে যা হয়েছে, দুর্ভাগ্যজনক। সেটা তো আমরা ফেরাতে পারব না।

তিনি বলেন, ‘আম্পায়ারের বিরুদ্ধে একটা রিপোর্ট আমরা পাঠিয়েছি। আমরা প্রক্রিয়া অনুসরণ করেছি। আইসিসি অবশ্যই ফুটেজ পর্যবেক্ষণ করে দেখবে। তাদের যা ব্যবস্থা নেওয়া দরকার, নেবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের জন্য ওই পর্ব শেষ, আইসিসিকে তো আমরা নিয়ন্ত্রণ করি না। এমন হতে পারে যে, তারা এটা নিয়ে আমাদের কাছে আর জিজ্ঞেসও করবে না, কিন্তু অন্তত পর্যালোচনা তো করবে। আমাদের দিক থেকে যা করার, তা করা হয়ে গেছে।’
 
এর আগে ম্যাচে বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারে ঘটনাটি ঘটে। বিনুরা ফার্নান্দোর শর্ট লেন্থের বলটা ঠিকঠাক খেলতে পারেননি সৌম্য। উইকেটের পেছনে কুশল মেন্ডিসের গ্লাভসে যেতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার গাজী সোহেল। সৌম্য সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছিলেন।

এদিকে রিপ্লেতে আল্ট্রা-এজে স্পষ্ট স্পাইক দেখে আউট ভেবে সাজঘরের পথ ধরেছিলেন সৌম্য। তবে স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে ‘দূরত্ব’ রয়েছে জানিয়ে আউটের সিদ্ধান্ত বাতিল করেন থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল জানান।

এ নিয়ে ম্যাচ শেষে সৌম্য বলেন, ‘যখনই আম্পায়ার আউট দিয়েছে আমি সরাসরি রিভিউ নিয়েছি কারণ আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি। হয়তোবা কোনো একটা আওয়াজ আসছিল। হয়তো আমার চেইন বা হেলমেট থেকে। তবে ব্যাটের সঙ্গে বলের গ্যাপ ছিল।

তিনি বলেন, ‘আমি যখন চলে আসছিলাম বড় পর্দায় দেখেছিলাম তো বুঝতে পারি নাই। আমি আত্মবিশ্বাসী ছিলাম দেখে লিটনের (দাস) কাছে জিজ্ঞেস না করে রিভিউ নেওয়া।’ 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান