, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘জয় বাংলা’ স্লোগান শুনলে পাক বাহিনীর বুক কেঁপে উঠত: অর্থমন্ত্রী

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৪ ০৪:৩৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৪ ০৪:৩৬:৩৩ অপরাহ্ন
‘জয় বাংলা’ স্লোগান শুনলে পাক বাহিনীর বুক কেঁপে উঠত: অর্থমন্ত্রী
এবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তৎকালীন তরুণ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ করেছিল। সারা দেশের লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছিল সেই যুদ্ধে। যারা আমাদের এ অসম যুদ্ধে প্রাণনাশ করছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছিল - তাদের বুক কেঁপে উঠত ‘জয় বাংলা’ স্লোগান শুনে।

আজ শুক্রবার (৮ মার্চ) সকালে দিনাজপুরের খানসামা উপজেলার বাংলা ভাষা কলেজের চার তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তিনিই আমাদের ‘জয় বাংলা’ স্লোগান শিখিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর জন্যও স্লোগান দিতে হবে। শেখ হাসিনা যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন তার জন্য দোয়া করতে হবে।

তার নেতৃত্বে দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখিয়েছেন যে মাথা উঁচু করে থাকতে হবে। আমরা স্বাধীন ও গর্বিত জাতি, আমরা কারও কাছে মাথানত করব না।

অর্থমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানের দায়িত্ব অধ্যক্ষকে নিতে হবে। দায়িত্ব গ্রহণে অবহেলা করা যাবে না। আমরা অবহেলার পথে যেতে চাই না, আমরা উন্নয়নের পথে যেতে চাই। সব কিছুর চেহারা পাল্টে গেছে। আগে কী ছিল? আর এখন কী হয়েছে। সবই উন্নয়নের ছোঁয়া। 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা