, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


বঙ্গবন্ধু স্যাটেলাইটে যান্ত্রিক ত্রুটি, টেলিভিশন সম্প্রচার বিঘ্নিত

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৪ ০৩:২২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৪ ০৩:২২:৩১ অপরাহ্ন
বঙ্গবন্ধু স্যাটেলাইটে যান্ত্রিক ত্রুটি, টেলিভিশন সম্প্রচার বিঘ্নিত
এবার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর টেলিপোর্টে যান্ত্রিক ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার ৭ মার্চ দুপুরে দেশের সব টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটে। দুপুর ১২টা ১৪ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত এ ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, আমাদের এমসিপিসি সেন্টার, যেটাকে সংক্ষেপে বলে টেলিপোর্ট, ওটা আজকে হঠাৎ করে পাওয়ার আউট হয়ে গেছে। গোটা বিল্ডিংয়ের পাওয়ারই চলে গিয়েছিল।

তিনি বলেন, শুধু আমাদেরটাই না. ওই ভবনে খুবই গুরুত্বপূর্ণ জাদুর একটা ডেটা সেন্টার আছে, সেটারও পাওয়ার চলে গেছে। প্রায় ২০ মিনিটের মতো এটা ছিল না।