এবার নরসিংদীর বেলাবোতে একটি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতার পেটে ও বুকে কলম ঢুকিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মার্চ) বিন্নাবাইদ ইউনিয়নের গোসালাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন আহত ছাত্রলীগ নেতার বাবা।
এদিকে আহত আশরাফুল ইসলাম বিন্নাবাইদ ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং গোসালাকান্দা গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা সালমান হোসেন সাগর বিন্নাবাইদ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই গ্রামের কবির মেম্বারের ছেলে।
জানা গেছে, গত সোমবার উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের গোসালাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগের ওই নেতার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাগ্বিতণ্ডা হয়।
মঙ্গলবার ছাত্রলীগ নেতা আশরাফুল গোসালাকান্দা গ্রামের নতুন বাজারে গেলে আবারও বাগ্বিতণ্ডায় জড়ান তারা। এ সময় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা সালমান কলম দিয়ে ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলামের বুকে ও পেটে আঘাত করেন।
এ ব্যাপারে আহত ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বলেন, ‘স্কুলের অনুষ্ঠানের ব্যানারে নাম দেয়া নিয়ে সালমান আমার ওপর হামলা করে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’ বেলাব থানার ওসি আজিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।