, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সর্বোচ্চ গতির বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়লেন দ. আফ্রিকার পেসার

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৪ ০৬:৪৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৪ ০৬:৪৮:৩১ অপরাহ্ন
সর্বোচ্চ গতির বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়লেন দ. আফ্রিকার পেসার
এবার প্রথমবার নারীদের ক্রিকেটে ১৩০ কিলোমিটারের বেশি গতি তোলার কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার শাবনিম ইসমাইল। নারী ক্রিকেটে রেকর্ড গতির বোলিং করেছেন এই প্রোটিয়া পেসার। 

বুধবার (৬ মার্চ) ভারতের ওমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) ১৩২.১০ কিলোমিটার গতিতে একটি বল করেছেন শাবনিম ইসমাইল। ম্যাচটি অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলেছে শাবনিমের দল মুম্বাই ইন্ডিয়ান্স। 

এর আগে নারীদের ক্রিকেটে সর্বোচ্চ গতির বোলিং ছিল ১২৮ কিলোমিটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৬ সালে ওই গতিতে বোলিং করেছিলেন শাবনিম ইসমাইল-ই। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ১২৭ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন তিনি। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া শাবনিমের দ্রুতগতির ওই বলটির মুখোমুখি হন অস্ট্রেলিয়ার ব্যাটার মেগ লেনিং। বলটি তার প্যাডে আঘাত করে। ম্যাচ শেষে প্রোটিয়া এই নারী পেসার বলেন, ‘বল করার সময় বিগ স্ক্রিনে তাকানো হয়নি (কত গতি উঠেছে দেখার জন্য)।’
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই