, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পুলিশের রেকার গাড়ির চাপায় প্রাণ গেল রিকশাচালকের 

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৪ ০৪:৩৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৪ ০৪:৩৯:৪৪ অপরাহ্ন
পুলিশের রেকার গাড়ির চাপায় প্রাণ গেল রিকশাচালকের 
এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাফিক পুলিশের রেকার গাড়ির চাপায় রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক রিকশাচালক। এ ঘটনার প্রতিবাদে প্রায় ৩ ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়কে দিয়ে অবরোধ করে বিক্ষোভ করে বিকশাচালক ও বিক্ষুব্ধ জনতা।
 
বুধবার (৬ মার্চ) ১১টায় ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে এই ঘটনা ঘটে। নিহত রিকশাচালক উপজেলার কোগারিয়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহিন (২০), আহত রিকশাচালক ভাগদড়িয়ে গ্রামের আসাদুল ইসলাম (৩৩)।

এদিকে স্থানীয়রা জানান, শাহিন রিকশা নিয়ে থানা মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় থানা থেকে পুলিশের রেকারটি মহাসড়কে ওঠার সময় থানা মোড়ে অপেক্ষমাণ শাহিনের রিকশাটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দাঁড়িয়ে থাকা অবস্থায় আসাদুল নামে আরও একজন রিকশাচালক আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় প্রতিবাদের আগুন জ্বালিয়ে বিক্ষুব্ধ জনতা প্রায় ৩ ঘণ্টা সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে গাইবান্ধা-৪ আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। এরপর যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আলম শাহ জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া