, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৪ ০৭:৫৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৪ ০৭:৫৯:৫২ অপরাহ্ন
সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ
এবার পূর্ণতা এসেই যাচ্ছিল। শেষ ওভারের তৃতীয় বলে জাকের আলী আউট না হলে ম্যাচটা বোধহয় বাংলাদেশেরই হতো। জাকের ফিরে যাওয়ায় তা হয়নি। আরও একবার তীরে এসে ডুবল বাংলাদেশের তরী। তবু, টি-টোয়েন্টিতে ২০০-র বেশি রান তাড়া করে মোটে তিন রানে হার বাংলাদেশের, কম কিসে! মন্দের ভালোই একটা সময় ভালোয় আলোয় এগিয়ে যাওয়ার পথ খুলে দেয়।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বুধবার (৬ মার্চ) ফের মাঠে নামবে দুদল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই নাজমুল হাসান শান্তর দলের সামনে।

সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে প্রথম ম্যাচে তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ ও জাকের আলী। দুজনের ব্যাটে বাংলাদেশ প্রায় ছুঁয়ে ফেলেছিল অসম্ভব এক জয়। আগে ব্যাট করে প্রতিপক্ষ ২০০ ছাড়াবে, সেই ম্যাচে বাংলার ছেলেরা লড়াই করবে শেষ বল পর্যন্ত, এটিও তো এতদিন ছিল ভাবনার ওপারে।

এ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি অবশ্যই ব্যাটিং। তবে, গত বছরটায় বাংলাদেশের পেসাররা যেভাবে উন্নতি করেছে, তাতে তাদের ওপরও ভরসা রাখতে হয়। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতে শরিফুল ইসলাম-তাসকিন আহমেদরা ঠিকই এনে দেন মোমেন্টাম। সেটি ধরে রাখতে পারলে সেই ম্যাচের চেহারাই বদলে যেত।

এদিকে ক্রিকেটে মোমেন্টামের খেলা। টি-টোয়েন্টিতে যা আরও বেশি প্রাসঙ্গিক। বাংলাদেশ দল সেই মোমেন্টাম পেলে কতটা ভয়ানক হতে পারে, প্রথম ম্যাচে তার প্রমাণ দিয়েছেন অভিষিক্ত জাকের। তিনি রোজ রোজ জ্বলে উঠবেন না। আন্তর্জাতিক ক্রিকেটের গমগমে মঞ্চে সদ্যজাত শিশু জাকের।

তাকে নির্ভার ক্রিকেট খেলার পথ তৈরি করে দিতে হবে। টপ অর্ডারকেও নিতে হবে দায়িত্ব। বিপিএলের ছন্দে থাকা লিটন দাস, তাওহিদ হৃদয়, সৌম্য সরকারদের খেলতে হবে দায়িত্ব নিয়ে। মোমেন্টামের পাশাপাশি ক্রিকেট যে দলগত খেলাও। যেটা বারবার মনে করিয়ে দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস