, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর 

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৪ ০৭:২৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৪ ০৭:২৫:৫১ অপরাহ্ন
বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর 
এবার বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে সৌরভ শেখ নামে এক এসএসসি পরীক্ষার্থী মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

সে পাংশা পৌর শহরের সত্যজিৎপুর গ্রামের আবজাল শেখের ছেলে। উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সৌরভের রসায়ন পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে উপজেলা পরিষদের পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলো। সে খুব ভাল ভাবে সাঁতার জানতো না।

আড্ডার সময় বন্ধুদের সঙ্গে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার জন্য বাজি ধরে। বাজি অনুযায়ী অপর পাড়ে পৌঁছাতে পারলে তাকে এক হাজার টাকা দেয়া হবে। এরপর বন্ধুদের সঙ্গে সে পুকুরে সাঁতারের জন্য নামে। তবে সাঁতার শুরু হওয়ার পর বন্ধুরা অপর পাড়ে পৌঁছাতে পারলেও সে পুকুরের মাঝামাঝি যাওয়ার পর তলিয়ে যায়।

খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে।  নিখোঁজের প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর জাল দিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে পানিতে ডুবে পরীক্ষার্থী নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। তিনি বলেন, লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার এ ধরনের অপমৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা করা হবে বলে জানান তিনি।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা