, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ , ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাংবাদিক বোনের প্রশ্নে যা বললেন জাকের

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৪ ০৯:৫২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৪ ০৯:৫২:৪১ পূর্বাহ্ন
সাংবাদিক বোনের প্রশ্নে যা বললেন জাকের
এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হয়েছে জাকের আলী অনিকের। বিপিএল দিয়ে নজর কাড়া এই মিডল অর্ডার ব্যাটার বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচটাও করেছেন স্মরণীয়।

এদিকে শ্রীলঙ্কার দেয়া ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যর্থ হয় চূড়ান্তভাবে। তবে হাল ধরেছিলেন অভিজ্ঞ মাহমুদউউলাহ। আর তাকে সঙ্গ দিয়ে পরে ঝড়ো ইনিংস খেলেছেন জাকের। নিজের অভিষেক ম্যাচেই ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন কুমিল্লার হয়ে বিপিএল মাতানো এই ব্যাটার।
 
তাঁর ঝড়ো ব্যাটিংয়েই ২০৭ রান তাড়া করে জয়ের কাছে পৌছেছিল টাইগাররা। তবে শেষ ওভারের তৃতীয় বলে জাকের আউট হলে শেষ পর্যন্ত জিততে পারেনি লাল-সবুজের দল। এদিকে অভিষেকেই দুর্দান্ত ইনিংস খেলা জাকের কাল ছয় হাঁকিয়েছেন ৬টি। বাংলাদেশি কোনো ব্যাটার হিসেবে এক ম্যাচে যা সর্বোচ্চ।

এদিকে অভিষেকেই দুর্দান্ত ইনিংস খেলা জাকের কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেও দারুণ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, মুখোমুখি হয়েছেন নিজের সাংবাদিক বোনের প্রশ্নের।

জাকেরের বোন শাকিলা ববি সিলেটের স্থানীয় সাংবাদিক। ভাইয়ের খেলা শেষে কাল সংবাদ সম্মেলনেও হাজির হয়েছিলেন শাকিলা, সেখানে ভাইকে প্রশ্নও করেছেন তিনি। এদিকে সাংবাদিক বোনের প্রশ্নের উত্তরও অবশ্য দারুণ পেশাদ্রিত্বের সাথেই দিয়েছেন জাকের।

এদিকে শাকিলা কাল ভাকে প্রশ্ন করেন, ‘যেহেতু সিলেটের ছেলে আপনি, ঘরের মাঠে আপনি পারফর্ম করলেন; যারা দর্শক ছিল, সবাই আপনার নাম ধরে চিৎকার করছিল, কেমন উপভোগ করেছেন?’
 
উত্তরে জাকের বলেন, ‘আমি সব সময় সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির অভিষেকও এখানে। উইকেট খুব ভালো ছিল। সবকিছুই ঠিক ছিল, যদি ম্যাচটা জিততে পারতাম আরও ভালো লাগত।’

এছাড়াও নিজের দুর্দান্ত ইনিংস নিয়ে জাকের বলেন, ‘বিপিএলের আত্মবিশ্বাসটা কাজে দিয়েছে। বিপিএল দুই দিন আগেই শেষ হয়েছে। আর যেহেতু আমার ঘরের মাঠ, আমি মাঠ সম্পর্কে জানি, ভালো ধারণা রাখি, সেটা কাজে দিয়েছে।’ যে বলে আউট হয়েছেন, সে বিষয়ে পরে যোগ করেছেন, ‘বিশ্বাস ছিল পারব। কিন্তু কানেক্ট (ব্যাটে ঠিকমতো বল লাগেনি) হয়নি।’
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব

খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব