, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রমজানের জন্য আমদানি করা চিনি পুড়ে ছাই

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৪ ০৮:১০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৪ ০৮:১০:১৯ অপরাহ্ন
রমজানের জন্য আমদানি করা চিনি পুড়ে ছাই
এবার চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরে এস আলমের সুগার মিলে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টিরও বেশি ইউনিট।
এর আগে, সোমবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন এস আলমের কর্মকর্তারা।

তারা জানান, আগুন লাগা এক নম্বর গুদামটিতে রয়েছে প্রায় এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি। যেগুলো রমজানের জন্য ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। পরিশোধন শেষে চিনিগুলো বাজারজাতের কথা ছিল।

এদিকে কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা