, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেসির ফ্রি-কিক গিয়ে পড়ল ছোট্ট শিশুটির গায়ে

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৪ ০৩:৩৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৪ ০৩:৩৯:২৬ অপরাহ্ন
মেসির ফ্রি-কিক গিয়ে পড়ল ছোট্ট শিশুটির গায়ে
পরশু ইন্টার মায়ামি ম্যাচের সব আলো কেড়ে নিয়েছিলেন লুইস সুয়ারেস। দুইটি গোল করেছেন, দুইটি গোল করিয়েছেন। তবে অরল্যান্ডো সিটির বিপক্ষে শেষ মুহূর্তে মেসিই কেড়ে নিতে পারতেন পাদপ্রদীপের সব আলো। 

এদিকে যতই ভালো খেলুন কেন সুয়ারেস, ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির প্রথম হ্যাটট্রিকেই সবাই মেতে উঠতেন। ম্যাচের শেষ মুহূর্তে ফ্রিকিক পেয়েছিল ইন্টার মায়ামি। বক্সের একটু বাইরে পাওয়া ফ্রি কিক মানেই তো মেসির জন্য গোলের সুযোগ। বাঁকানো একটা শট নিয়েওছিলেন। কিন্তু একটুর জন্য পোস্ট মিস করে সে শট।

কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। খুব কাছ থেকে মেসির খেলা দেখতে এক ভক্ত পরিবার টিকিট কেটেছিল পোস্টের পেছনের গ্যালারিতে। বাবা-মার সঙ্গে মাঠে এসেছিল একটা ছোট্ট মেয়ে। ইন্টার মায়ামির জার্সি পড়ে স্ট্রলারে বসে টিথার চুষছিল, এমন সময় হঠাৎ অত বড় এক বল এসে আঘাত হানে তার গায়ে। 

এদিকে ভাগ্যিস গোলপোস্টের ২০ গজ দূর থেকে মারা শটের জোরটা কমে গিয়েছিল, তাতে আঘাতটা অতটা গুরুতর হয়নি। তবে বলটা তার সিটেই আটকা পড়েছিল। ভয় পেয়ে কান্না শুরু করে দেয় ছোট্ট মেয়েটা। কান্না থামাতে মেসিভক্ত বাবা মেয়েকে সান্ত্বনা দিতে শুরু করেন, ‘কিছু হয়নি মা! মেসি তোমার জন্য বল পাঠিয়েছে।’
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা