, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ শুরু কাল

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৪ ০৭:৫৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৪ ০৭:৫৫:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ শুরু কাল
এবার বিপিএলের দশম আসর শেষ হয়েছে গত শুক্রবার। মাঝে দিন দুয়েকের বিরতি শেষে এবার দ্বিপাক্ষিক সিরিজের ব্যস্ততা শুরু হচ্ছে। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল (সোমবার) চায়ের দেশ সিলেটের মাটিতে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

এদিকে তিন টি-টোয়েন্টি ছাড়াও সমান সংখ্যক ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। ম্যাচগুলো হবে সিলেট ও চট্টগ্রামে। এই প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজের ম্যাচ গড়াবে না মিরপুরে। আগামীকাল সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

এই ফরম্যাটের তিনটি ম্যাচই ওই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরবর্তী দুটি ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ।

এদিকে শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি :

ম্যাচ    তারিখ    ভেন্যু ও সময়

প্রথম টি-টোয়েন্টি    ৪ মার্চ    সিলেট (সন্ধ্যা ৬টা)

দ্বিতীয় টি-টোয়েন্টি    ৬ মার্চ    সিলেট (সন্ধ্যা ৬টা)

তৃতীয় টি-টোয়েন্টি    ৯ মার্চ    সিলেট (দুপুর আড়াইটা)
 

ম্যাচ    তারিখ    ভেন্যু ও সময়

প্রথম ওয়ানডে    ১৩ মার্চ    চট্টগ্রাম (দুপুর আড়াইটা)

দ্বিতীয় ওয়ানডে    ১৫ মার্চ    চট্টগ্রাম (দুপুর আড়াইটা)

তৃতীয় ওয়ানডে    ১৮ মার্চ    চট্টগ্রাম (সকাল ১০টায়)
 

ম্যাচ    তারিখ    ভেন্যু ও সময়

প্রথম টেস্ট    ২২-২৬ মার্চ    সিলেট (সকাল ১০টা)

দ্বিতীয় টেস্ট    ৩০ মার্চ-৩ এপ্রিল    চট্টগ্রাম (সকাল ১০টা)
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু