এবার গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় সড়কের পাশে পড়েছিল রহস্যময় একটি বস্তা। তবে তার মালিক ছিল না। রহস্যময় ওই বস্তার ভেতর লাশ সন্দেহে ভিড় জমে উৎসুক জনতার।
এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে খবর দিলে মাওনা হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে বস্তার মুখ খুলার সাথে সাথে বের হয়ে আসে বস্তা ভরা মানুষের মাথার চুল। রোববার (৩ মার্চ) সকাল ১১টার দিকে জেলার শ্রীপুর উপজেলার মাওনা পুলিশ ফাঁড়ির পাশেই এ ঘটনা ঘটে।
এদিকে স্থানীয়রা জানান, সকাল থেকেই বস্তাটি এখানে পড়েছিল। একপর্যায়ে ওই বস্তার মালিককে না পাওয়ায় সন্দেহ হয়। মনে হচ্ছিল ভেতরে কারও লাশ আছে। পরে পুলিশ গিয়ে দেখে মাথার চুল।
মাওনা চৌরাস্তা এলাকার দোকানী রেসমা বেগম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চলাচলকারী কোনো পরিবহন থেকে হয়তো পড়েছিল বস্তাটি। ঘণ্টা খানেকের মধ্যে বস্তার চারপাশে শত শত লোকজন ভিড় করে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে নিয়ে যায়।
এদিকে গাজীপুরের শ্রীপুর মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মাহাবুব মোর্শেদ জানান, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহস্যময় ওই বস্তা খুললে তা থেকে মানুষের মাথার চুল পাওয়া গেছে। পরে, বস্তাটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তবে বস্তাটির মালিক কে তা পাওয়া যায়নি।