, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


পটুয়াখালীতে মৎস্য অবতরণ কেন্দ্রে আগুন, পুড়ে ছাই ৬ দোকান

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৪ ০৩:৪৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৪ ০৩:৪৬:১৮ অপরাহ্ন
পটুয়াখালীতে মৎস্য অবতরণ কেন্দ্রে আগুন, পুড়ে ছাই ৬ দোকান
এবার পটুয়াখালীর মহিপুরে মৎস্য অবতরণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি দোকান। শনিবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মৎস্য মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় দুটি মৎস্য আড়ত, তিনটি ইলেকট্রনিক্সের দোকান ও একটি চায়ের দোকান।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকান মালিকদের অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী আব্দুল মালেক আকনের মাছের আড়ৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন মুহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে আগুন পাশের চায়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান ও মোটরসাইকেলের গ্যারেজসহ বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনই বলা সম্ভব না। তবে আমরা ৬-৭টি দোকান পুড়ে যাওয়ার তথ্য পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় এক ফায়ার ফাইটারের মাথায় আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’