, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


আমাদের দলে একাই ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে: শান্ত

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৪ ০১:২২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৪ ০১:২২:২৬ অপরাহ্ন
আমাদের দলে একাই ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে: শান্ত
এবার বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন সাকিব আল হাসান। পরে বিসিবি সব ফরম্যাটের জন্য আস্থা রাখেন নাজমুল হোসেন শান্তর ওপর। টাইগার এই ব্যাটারের নেতৃত্বে আগামীকাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে স্বাগতিকরা। তার আগে অবশ্য সিলেটে আজ রোববার গণমাধ্যমে কথা বলেছেন শান্ত।
 
অধিনায়ক হয়ে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান এমন প্রশ্নে নতুন নেতা বলেন, 'আগে যে অবস্থায় ছিলাম তার থেকে ভালো ক্রিকেট খেলা শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে চাই যে, হোমে যে ম্যাচগুলো হবে ম্যাক্সিমাম ম্যাচ যেন আমরা জিততে পারি। টেস্ট খেলার যে গুরুত্বটা, এটা যেন সবার মধ্যে আরও বিল্ডআপ হোক। আমরা যখন বাইরে যাবো সেখানে যেন লড়াই করতে পারি।

ওয়ানডেতে আমরা মাশাল্লাহ ভালো করতেছি। কিন্তু দল হিসাবে বড় কোনো টুর্নামেন্ট আমরা পায় নাই। সেই প্ল্যান নিয়েই আগাবো দেশের হয়ে যেন ট্রফি নিয়ে আসতে পারি। আর টি-টোয়েন্টিতে শেষ বছরটা খুব ভালো গেছে। আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে, আরও ভালো করলে সামনের দিকে যেকোনো টিমের বিপক্ষে ভালো খেলতে পারব।’
 
এদিকে নাগিন ডার্বি বা টাইমড আউট নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে অনেক রাইভালিটি রয়েছে তবে অধিনায়ক শান্ত বাইরের এসব ভাবছেন না, ‘আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ। জেতার জন্য যা যা করার দরকার অবশ্যই সেটা করা উচিত। আর শ্রীলঙ্কার সাথে বাইরের বিষয় নিয়ে চিন্তা করছি না, যেটা অতীতে হয়েছে।’

জানালেন দলে এমন খেলোয়াড় আছে যারা একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে, ‘আলাদাভাবে চিন্তা করছি না, আমি ক্যাপ্টেন আমাকে অনেক কিছু করতে হবে। দলের সবাইকেই যার যার কাজটা ঠিকভাবে করতে হবে। তাহলে আমার জন্য সহজ হবে। এখানে যারা আছে সবাই ভালো অবস্থানে আছে, আশা করি সবাই ভালো করবে এই সিরিজে। আমাদের টিমে যে ৫-৬টা বোলার আছে, সবাই অভিজ্ঞ ও দক্ষ। আমার মনে হয় তারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।’
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি