, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ক্রিকেটে মনোযোগ দিতে রাজনীতি ছাড়ছেন আইপিএল মাতানো তারকা

  • আপলোড সময় : ০২-০৩-২০২৪ ০৯:১৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৪ ০৯:১৫:১৭ অপরাহ্ন
ক্রিকেটে মনোযোগ দিতে রাজনীতি ছাড়ছেন আইপিএল মাতানো তারকা
এবার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর দীর্ঘদিন আইপিএল খেলেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গাম্ভীর। এক সময় ক্রিকেট থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়ে যোগ দেন রাজনীতিতে। এবার সেই রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন আইপিএল মাতানো এই ক্রিকেটার। 

এদিকে ক্রিকেট মাঠের মতো রাজনীতিতেও সফল হন গাম্ভীর। নির্বাচনে জিতে যান পার্লামেন্টেও। ক্রিকেটের সঙ্গে পুরোনো সম্পর্কটাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার কথা জানান তিনি। মেন্টর, ধারাভাষ্যকার কিংবা টিম ম্যানেজমেন্টের অংশ হয়ে ফিরতে চান ক্রিকেটে। 
 
পূর্ব দিল্লি থেকে নির্বাচিত সাংসদ গাম্ভীর নিজ দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে তাকে রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের আবেদন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ তিনি লেখেন, ‘বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা মহোদয়কে আমি অনুরোধ করেছি আমাকে রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য। যাতে ক্রিকেট নিয়ে আমার প্রতিশ্রুতিগুলো পূরণ করার জন্য আমি মনোযোগ দিতে পারি।’

এদিকে ধারণা করা হচ্ছে, ভারতের আসন্ন নির্বাচনে গাম্ভীরের দলীয় টিকিট না পাওয়ার সম্ভাবনাই বেশি ছিল। এই আভাস পেয়েই রাজনীতি থেকেই সরে দাঁড়াচ্ছেন সাবেক এই বাঁহাতি ব্যাটার। আসন্ন আইপিএলে কলকাতার মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। 
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া