, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মোটরসাইকেল জব্দ করায় পুলিশকে মারধর, ছাত্রলীগ নেতাসহ আটক ২

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৩ ০৮:১২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৩ ০৮:১২:৩১ অপরাহ্ন
মোটরসাইকেল জব্দ করায় পুলিশকে মারধর, ছাত্রলীগ নেতাসহ আটক ২
এবার পাবনার ঈশ্বরদীতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার জেরে মোটরসাইকেল জব্দ করায় হাইওয়ে পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে ঈশ্বরদী দাশুরিয়ার মুনশিদপুরে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার ২৬ মে বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার স্যান্যাল। আটককৃতরা হলেন- পাবনা সদরের মজিদপুর হাটপাড়া গ্রামের আশিকুর রহমান আকাশ (২৪) এবং একই এলাকার হাসিব আলী (২৯)। আকাশ মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং পাবনা কলেজ শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। আর, হাসিব ছাত্রলীগ কর্মী ও আকাশের বন্ধু।

পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার স্যান্যাল জানান, বৃহস্পতিবার বিকেলে পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারের পাশের চেকপোস্টে চেকিং চলছিলো। এ সময় হেলমেট ছাড়া উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আকাশ ও হাসিব। হাইওয়ে পুলিশ তাদের থামিয়ে মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চাইলে তারা কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলটি জব্দ করে কনস্টেবল সাধন চন্দ্রের মাধ্যম পাকশী হাইওয়ে থানায় পাঠানো হয়।

থানায় যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌছালে আরেকটি মোটরসাইকেল দিয়ে কনস্টেবল সাধনের গতিরোধ করেন আকাশ ও হাসিব। এ সময় কনস্টেবল সাধনকে মারধর করে জব্দকৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় কনস্টেবল সাধনকে আহতাবস্থায় উদ্ধার এবং অভিযুক্ত আকাশ ও হাসিবকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, এ ঘটনায় অভিযুক্তদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থার নেয়ার কথা জানিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাফিউল ইসলাম সীমান্ত। তারা বলেন, আটককৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগঠনের ক্ষতি হয় ও ভাবমূর্তি নষ্ট করার মতো কাজ করলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সে যে-ই হোক।
সর্বশেষ সংবাদ
ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান

ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান