, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


জাতীয় দলে ডাক পেলেন সেই জাকের 

  • আপলোড সময় : ০২-০৩-২০২৪ ০৮:০৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৪ ০৮:০৯:১৩ অপরাহ্ন
জাতীয় দলে ডাক পেলেন সেই জাকের 
গত ১৪ ফেব্রুয়ারি রীতিমতো আলোড়ন তুলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানস কোচ সালাউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে মাত্র তিনজন মিডলঅর্ডার ব্যাটসম্যান নেওয়া হয়েছে, আর ওপেনার পাঁচজন। ওদিকে ভালো খেলেও নির্বাচকদের নজরে পড়েননি জাকের আলী অনিক।

এ নিয়ে ক্ষুব্ধ কুমিল্লা কোচ ব্যঙ্গ করে বলেছিলেন, হয়তো চেহারা কালো বলে বোর্ডের চোখে পড়েন না জাকের! সেই জাকের আলীকে আজ আচমকা শ্রীলঙ্কা সিরিজের জন্য দলে ডাকা হয়েছে। আজ এক বিবৃতিতে জানানো হয়েছে চোটাক্রান্ত স্পিনার আলিস আল ইসলামের বদলে ডাকা হয়েছে এই উইকেটকিপারকে।

জাকেরের কুমিল্লা সতীর্থ গত ১৯ ফেব্রুয়ারি বিপিএলে ফিল্ডিংয়ের হাতে চোট পেয়েছেন। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম বলেছেন, ‘আলিসের এমআরআই করা হয়েছে, ডান হাতের মধ্যমার জয়েন্ট লিগামেন্টে চিড় ধরা পড়েছে, ফুলেও আছে। সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে, ফলে সিরিজে তাঁকে পাওয়া যাবে না।’

২৬ বছর বয়সী জাকের এবার বিপিএলে ১৪১ স্ট্রাইকরেট ও ৯৯.৫ গড়ে এবার ১৯৯ রান করেছেন বিপিএলে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘আলিস ছাড়াও আমাদের রিশাদ, তাইজুল ও শেখ মেহেদীর মতো তিন স্পিনার আছে।

আমাদের বিশ্বাস আলিসের বদলে আরেকজন স্পিনার নেওয়ার চেয়ে জাকের আলীর মতো কাউকে যোগ করাটাই দলের ভারসাম্যের জন্য ভালো হবে। ওর মতো কেউ দলের মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের শক্তি বাড়াবে এবং ফিনিশারে ভূমিকা নিতে পারবে।’