, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রতিদিন ৯টা-৫টার চাকরি ছেড়ে দিয়ে আনন্দে বৃষ্টিতে ভিজলেন কনটেন্ট ক্রিয়েটর

  • আপলোড সময় : ০১-০৩-২০২৪ ১০:০৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৪ ১০:০৯:২৩ অপরাহ্ন
প্রতিদিন ৯টা-৫টার চাকরি ছেড়ে দিয়ে আনন্দে বৃষ্টিতে ভিজলেন কনটেন্ট ক্রিয়েটর
চাকরি করতে ভালো লাগে না। প্রতিদিন ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস তার পছন্দ নয়। এজন্য ছেড়ে দিয়েছেন চাকরি। ফ্রান্সের ওই কনটেন্ট ক্রিয়েটের চাকরি ছেড়ে দিয়ে আনন্দে বৃষ্টিতে ভিজেছেন। তার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তার ভক্তরা। 

এদিকে কনটেন্ট ক্রিয়েটর ফ্যাব্রিজিও ভিলারি মোরোনি তার ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ভেবেছিলাম ডেস্ক জবে নিজের কাজের মধ্য দিয়ে ভালো কিছু করব। কিন্তু সেটা সম্ভব হয়নি। এজন্য চাকরি ছেড়ে দিয়েছি। 

তিনি বলেন, যে উদ্দেশ্য নিয়ে অফিসে যোগদান করেছিলাম, তার অনেক কিছুই পূরণ হয়নি। কারণ অফিসের কারণে নিজের ইচ্ছা মতো কাজ করা যাচ্ছিল না। এজন্য স্বাধীনভাবে কাজ করার জন্য চাকরি ছেড়ে দিয়েছি। 

এদিকে চকরি ছেড়ে দিয়ে মোরোনির বৃষ্টিতে ভেজার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ৭০ লাখ ভিউ হয়েছে। লাইক করেছেন ৩ লাখ ৮০ হাজার ভক্ত। তার এক ভক্ত কমেন্টে লিখেছেন, ২০১২ সালের দিকে আমিও আপনার মতো চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।

পড়ে চাকরি ছেড়ে দেওয়ার পর খুবই শান্তি অনুভব করি। পরে আবার হতাশায় ডুবে যাই। কারণ ভালো থাকার জন্য চাকরি দরকার। পরে আবার চাকরিতে যোগদান করি। এই ভিডিও দেখে আমি আমার স্মৃতিতে ফিরে গেলাম। সূত্র: এনডিটিভি 
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ