, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলকে আহ্বান যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০৩:১৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০৩:১৬:৩৩ অপরাহ্ন
রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলকে আহ্বান যুক্তরাষ্ট্রের
রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশাধিকার দিতে আমরা ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এ আহ্বান জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেছেন, যেহেতু এটা আল-আকসার সঙ্গে সম্পর্কিত, অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশাধিকার দিতে আমরা ইসরাইলের প্রতি আহ্বান জানাচ্ছি। 

এটা শুধু মানুষকে তাদের প্রাপ্য অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেয়ার বিষয় নয়, বরং এটা এমন একটি বিষয় যা ইসরাইলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। 

গত সপ্তাহে ইসরাইলের জাতীয় নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যভির বলেন, রমজান মাসে পশ্চিম তীরের ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ আদায় করার জন্য জেরুজালেমে প্রবেশের অনুমতি দেয়া উচিত হবে না। 
 

এর আগে, পবিত্র রমজান মাসে ইসরাইলি বাহিনী গাজায় হামলা চালাবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া আগামী সোমবারের (৪ মার্চ) মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলেও আশা ব্যক্ত করেছেন তিনি।
 
স্থানীয় সময় সোমবার (২৬ ফেব্রুয়ারি) এনবিসি নিউজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাইডেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাইডেনের সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়। 

রমজান মাস আসছে। ইসরাইলের সঙ্গে চুক্তি হয়েছে, তারা এ মাসে গাজায় হামলা চালাবে না। যাতে করে আমরা এসময়ে ইসরাইলি জিম্মিদের মুক্ত করে নিয়ে আসার উপায় বের করতে পারি।
 
তিনি আরও বলেন, ‘আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ববিরতি কার্যকর করা সম্ভব হবে।’
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস