, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ বন্ধ

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০২:৫৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০২:৫৩:৪৭ অপরাহ্ন
ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ বন্ধ সংগৃহীত
ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগে প্রথম দিন বুধবার একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে চার হাজার ২৩০ আইনজীবী ভোট প্রদান করেছেন।

নীল দলের ট্রেজারার প্রার্থী আইনজীবী আব্দুর রশীদ মোল্লা বলেন, উপরে এসে দেখি ব্যালট নিয়ে গেছে। এ ঘটনার পর এখন ভোটগ্রহণ বন্ধ রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মিটিংয়ে বসেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার ভোটগ্রহণ স্থগিত করেছেন। এ বিষয়ে জরুরি মিটিং চলছে। মিটিং শেষে ভোটের পরবর্তী কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত হবে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান