গত সাত মাসে প্রবাসীদের কাছে থেকে রেমিট্যান্স এসেছে এক হাজার ২৯০ কোটি ডলার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪১ হাজার ৯০০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। এর আগে বিকেল ৪টা ৪৭ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
অর্থমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে দুই হাজার ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাজ্য থেকে এক হাজার ৬১০ মিলিয়ন মার্কিন ডলার, সৌদি আরব থেকে এক হাজার ৬০১ মার্কিন মিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্র থেকে এক হাজার ৩৩২ মিলিয়ন ডলার, ইতালি থেকে ৯০০ মিলিয়ন ডলার, কুয়েত থেকে ৮৫০ মিলিয়ন, মালয়শিয়া থেকে ৮৪১ মিলিয়ন, কাতার থেকে ৬৩৭ মিলিয়ন, ওমান থেকে ৫৩৫ মিলিয়ন, সিঙ্গাপুর থেকে ৩৩২ মিলিয়ন ও অন্যান্য দেশ থেকে আরও এক হাজার ৮৫৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।